শনিবার, ২৭ জুলাই, ২০১৯

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন কি ভাবে করবেন মাসে ১০০০০/-থেকে ১৫০০০/-আয় করুন

কিছুদিন আগে মনে করা হতো কোন ওয়েব সাইট এর এসইও করা মানে ঐ সাইট কে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসা।বর্তমানে সে ধারনা পাল্টে গেছে; আশা করি সবারই এই বিষয় জানা আছে বলে মনে করছি।ধরুন আপনি কোন মার্কেটপ্লেস থেকে এসইওর কাজ নিয়েছেন বা আপনার ব্লগ সাইট বা ই-কমার্স সাইট এর জন্য এসইও শুরু করে দিয়েছেন ।ধরলাম কয়েক দিন পর আপনি আপনার বা ক্লাইন্টের সাইটকে গুগল মামার ফার্স্ট পেজে আনতে পেরেছেন।তাহলে কি ভাবছেন আপনি হিমালয় জয় করে ফেললেন।এরকম ভাববার কারন নেই ।কারন গুগলের ফার্স্ট পেইজ এ থাকেলেই সবসময় কাঙ্কিত ফলাফল পাওয়া যায় না।আর তা যদি হয় আপনার ব্লগ বা ক্লাইনেটের ই-কমার্স সাইট।তবে বলছি না যে আপনার পরিশ্রম একেবারে জলে গেল।সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে থাকলে অবশ্যয় তার একটা সুবিধা পাবেন ,সেখান থেকে নিয়মিত কিছু ভিজিটর পাবেন।
আপনার লক্ষ্য হচ্ছে নিজের ওয়েবসাইট এ ভিজিটর বাড়ানো বা ক্লাইন্ট আশা করে তার বিজনেস ভালো ফল পাবার বা তার প্রডাক্ট সেল হক ।একটা ওয়েবসাইট প্রথম পেইজ এ থাকলেই প্রডাক্ট বিক্রি বেশি হবে এমনটি ভাবা ঠিক নয় কারন সবাই গুগল সার্চ করে ওয়েবসাইট এ আসে না। আপনার সেই কাঙ্কিত ফলাফল পেতে যে কথাটি প্রথমে আসে তা হল সোসাল মিডিয়া মার্কেটিং ।আপনারা যারা কোন মার্কেট প্লেস এ এসইও নিয়ে কাজ করছিন বা শিখছেন অথবা নিজের সাইট নিয়ে কাজ করছেন তারা হয়ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার নাম শুনেছেন বা এই বিষয়টির সাথে পরিচিত।


আপনি কেন আপনার কম্পানির প্রচার অনলাইন এ করবেন ?

আমাদের একটু জানা দরকার দিন দিন মানুষ বা কম্পানি গুলো অনলাইন এ কেন সম্পৃক্ত হচ্ছে ।বিভিন্ন কম্পানির প্রচার ই বা কেন করা হচ্ছে অনলাইনে।বাসাবাড়িতে টিভি ও মোবাইল ফোন নেই এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না এবং সবারই বাসাতে ডিসের লাইন আছে।আর তা না থেকেই বা উপায় কি? বিটিভি তো বিনোদনের কোন মাধ্যম পর্যায়ে পরে না ।সারাদিন এ্যাড আর নানা -বাড়ির কাহিনি।যাইহোক এই বার সত্যিকরে বলুন তো আপনারা যতখন টিভি দেখেন তার মধ্যে যখন এ্যাড শুরু হয় তখন কে চ্যানেল ঘুরিয়ে অন্য চ্যানেল দেখা শুরু করেন না।জানি কেউ বলতে পারবেন না কারন আমি নিজেও সেই কাজটায় করি।
কিন্তু ঐ এ্যাডভ্যার্টিইজ গুলো কাদের দেখানোর জন্য এতো গুলো টাকা খরচ করে তৈরি করা হয়ছিলো ? কথায় আছে যাদের জন্য করলাম চুরি, তারাই বানালো চোর।যাদের জন্য এ্যাড গুলো তৈরি করা হলো তাদের কাছে ঠিক ভাবে পৌচ্ছাতে পারছে না।আর সেই কাজটিই করে দিবে ইন্টারনেট ভিত্তিক সোশ্যাল মিডিয়া।সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং বহির বিশ্বে ব্যাপক হারে বিস্তার লাভ করেছে যার চাহিদা দিন দিন বেড়েই চলছে, বর্তমানে আমাদের দেশেও চালু হয়েছে ।আশা করা যাচ্ছে আগামি দুই-তিন বছর এর মধ্যে আরোও ব্যাপক হারে বিস্তার লাভ করবে।আমার প্রিয় ভাই ও বোনেরা এতোখনে হয়তো চিন্তাই পরে গেছেন তাহলে শাকিব আল হাসান ,অনন্ত জলিল ,তিসা, জয়া আহসান এদের কি হবে ।আপাদত সে চিন্তা না করে আসুন দেখি কিভাবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নিজের বিজ্‌নেস কে প্রোমট করা যায় অথবা ক্লাইন্টের কাজে সফলাতে দেখিয়ে নিজেকে তার কাছে হিরো বানানো যায়।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন

Email: freelancingbd2001@gmail.com 

Mobile: 01941099667

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন