মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

সৃজনশীল এবং পেশাদার ডিজাইনারদের জন্য কিভাবে কাজ পাবেন এবং কি করতে এই পোষ্টটি পড়ুন এবং শেয়ার করুন


সৃজনশীল এবং পেশাদার ডিজাইনারদের জন্য
https://99designs.com/ সাইটটি ইন্টারনেট থেকে আয় করার একটি চমৎকার মার্কেটপ্লেস। এই সাইটটি শুধু ডিজাইনারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই সাইটে সাধারণত যেসব কাজ পাওয়া যায় তা হলো ওয়েবসাইট ডিজাইন, লোগো ডিজাইন, বাটন ও আইকন ডিজাইন, টি-শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন ইত্যাদি। এখানে প্রত্যেকটি ডিজাইন সম্পন্ন করার জন্য ক্রেতা বা ক্লায়েন্ট একটি প্রতিযোগিতার আয়োজন করেন যা অন্যান্য মার্কেটপ্লেস থেকে সম্পূর্ণ ভিন্ন।

 এখানে ক্লায়েন্টের তাৎক্ষণিক নির্দেশনা অনুযায়ী ডিজাইনাররা ডিজাইন তৈরি করে। এই প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারে। ক্লায়েন্ট প্রতিযোগিতার জন্য একটি নির্ধারিত বাজেট নির্ধারণ করেন। সবশেষে ক্লায়েন্ট একজন ডিজাইনারকে বিজয়ী হিসেবে ঘোষণা করে এবং পুরষ্কার হিসেবে ডিজাইনারকে পূর্বনির্ধারিত অর্থ প্রদান করেন। ১৯ ডিজাইনে নিবন্ধনকৃত ডিজাইনারের সংখ্যা ১০ লক্ষাধিক। অন্যান্য মার্কেটপ্লেসের তুলনায় এখানে কাজের মূল্য তুলনামূলকভাবে বেশি প্রদান করা হয়। এ সাইটে একটি ডিজাইন জমা পড়ার পরপরই ক্লায়েন্ট সঠিক কাজটি বুঝে পাওয়ার জন্য মতামত ও রেটিং দিয়ে থাকে। এ ধরনের সিস্টেমের মধ্যে কাজ করে একজন ডিজাইনার খুব সহজেই তাৎক্ষণিকভাবে জানতে পারে তার ডিজাইনটি ক্লায়েন্ট কীভাবে নিয়েছে কিংবা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কোন পর্যায়ে আছে তার কাজটি এবং পরে সবদিক পর্যবেক্ষণ করে দিকনির্দেশনানুযায়ী কাজ করে সহজেই সঠিক কাজটি প্রদান করা সম্ভব। এই সাইটের জন্য আরেকটি ভালো দিক হচ্ছে এখানে অন্যান্য সাইট থেকে তুলনামূলকভাবে বেশি মূল্যের কাজ পাওয়া যায়। উদাহরণস্বরূপ এই সাইটে একটি ছোট্র লোগো ডিজাইন করার জন্য প্রায়ই ৫০০ ডলারের গ্যারান্টেড পুরষ্কার প্রদান করা হয়, যা সত্যি অসাধরণ।

কনটেস্ট বিজয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় কিছু কৌশল:
-কনটেস্টে প্রাথমিক অবস্থায় অংশগ্রহণ করুন।
-কনটেস্ট শুরু হয়েছে মাত্র, খুব বেশি ডিজাইন জমা হয়নি এ রকম কনটেস্টে অংশগ্রহণ করুন। কনটেস্ট হোল্ডাররা প্রথম দিকে সাবমিট করা ডিজাইনের দিকে বেশি গুরুত্ব দেয়। অন্যরা হয়তো আপনাকে ফলো করতে পারে।
-তাই যতটা সম্ভব ইউনিক রাখুন ডিজাইন। ডিজাইনে স্বতন্ত্র কিছু ব্যাপার ফুটিয়ে তুলুন যা অন্যরা সহজে করতে না পারে।

-ক্লায়েন্টের প্রোফাইল সম্পূর্ণভাবে জেনে নিন। অনেক ক্লায়েন্ট আছেন যাদের পেমেন্ট ভেরিফাইড না। আবার অনেক কনটেস্ট প্রাইজ না দিয়েই কনটেস্ট বন্ধ করে দেয়। ক্লায়েন্ট এর আগে যে কনটেস্ট দিয়ে ছিল তার ধরন কেমন ছিল, এই বিষয়গুলো অবশ্য ভেবে দেখতে হবে। আগের কনটেস্ট থেকে ক্লায়েন্টের পছন্দ সম্পর্কে ধারণা পেতে পারেন। তাই ক্লায়েন্টের প্রোফাইল ভালোভাবে দেখে নিন।
     ডিজাইনগুলো ক্রিয়েটিভ হওয়া চাই

ক্লায়েন্টের বর্ণনা হুবহু করলেই যে আপনার কাজ ক্লায়েন্টের কাছে বেশি গ্রহণযোগ্য হবে পুরো-এমনটাই ভাবার কিছু নেই। বিশেষ করে রং, শ্যাড, শ্যাপ, টেক্সট ইত্যাদির ব্যাপারে ক্লায়েন্টের দিকনির্দেশনাই আপনার জন্য শেষ কথা। তবে ডিজাইনটি এসব দিক ঠিক রেখেও আপনি কতটা ক্রিয়েটিভ করতে পারবেন, তার দিকেই কিন্তু চেয়ে থাকবে ক্লায়েন্ট। এমন কিছু করুন যেন ক্লায়েন্ট যা বর্ণনা দিয়েছেন তা ঠিক থাকে এবং ভিন্নধর্মীও হয়। মনে রাখবেন বেশির ভাগ ডিজাইনারই ক্লায়েন্টকে হুবহু হয়তো ফলো করবে। ক্লায়েন্ট এদের মাঝখান থেকেই কিন্তু সেরা কাজটি নিয়ে নেবে। অর্থাৎ এমন কিছু করুন যেন সবার চাইতে আলাদা হয় কিন্তু অপ্রাসঙ্গিক না হয়। ডিজাইন করার পর আপলোড করার সময় সব সময় বেকআপ দেওয়ার চেষ্টা করবেন। কারণ বেকআপ কাজে যোগ করে ভিন্নমাত্রা। এর সঙ্গে অরিজিনাল ফাইলের প্রিভিওটাও অ্যাড করুন।

                               কাজের ফিডব্যাক নিন
ক্লায়েন্টের কাছে সব সময় ফিডব্যাক জেনে নিন। তাতে আপনি বুঝতে পারবেন আপনার ডিজাইনের কোনো পরিবর্তন লাগবে কি না। যে জায়গায় পরিবর্তন ছিল সেগুলো ভালোভাবে গুরুত্ব দিন। পরবর্তী কনটেস্টে হয়তো পরিবর্তনগুলো আপনার কাজে যোগ করবে ভিন্ন মাত্রা। ফিডব্যাককে কাজে লাগাতে পারেন কাজের পেশাদারিত্ব বাড়াতে।

                 যত দ্রুত সম্ভব রিভিশন করুন
ক্লায়েন্ট ডিজাইন পছন্দ করার পর যদি কোনো পরিবর্তন করতে হবে মনে করেন, তাহলে রিভিশনের জন্য আপনাকে অবশ্যই অনুরোধ করবে। ক্লায়েন্ট হয়তো অন্য ডিজাইনারদেরও বলতে পারেন রিভিশনের জন্য। তাই যত দ্রুত রিভিশন শেষ করে ফাইল আপলোড করবেন ততোই ভালো। হয়তো আপনার ডিজাইনটি রিভিশনের প্রথমে ক্লায়েন্টের চোখে পড়লে সেটিই চুড়ান্ত বলে পণ্য হতে পারে। কোনো কনটেস্টে আপনি যদি কন্টেষ্ট হেরে যান, তাহলে আপনার ডিজাইন প্রতিযোগিতা থেকে তুলে নিন এবং সেই ডিজাইন আপনি অন্য মার্কেটপ্লেসে বিক্রয় করতে পারেন।আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন

Email: freelancingbd2001@gmail.com 

Mobile: 01941099667


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন