রবিবার, ২৮ জুলাই, ২০১৯

কীভাবে ট্রেড করতে হয়? জেনে নিন

আপনি যখন এক কারেন্সির বিপরীতে আরেক কারেন্সি বাই/সেল করেন, এরমানে হচ্ছে আপনি সেই পেয়ারে লং/শর্ট পজিশন নিয়েছেন। যেমন, EUR/USD এর বর্তমান প্রাইস হচ্ছে ১.১০০০। আপনি যদি মনে করেন যে ইউরোর প্রাইস ইউএস ডলারের বিপরীতে বাড়বে, তাহলে আপনি EUR/USD তে লং পজিশন ওপেন করবেন। ফরেক্সে লেনদেনের মধ্যে এটিই প্রচলিত।
কিছু সময় পার হলে EUR/USD এর প্রাইস বাড়বে, তখন আপনি পজিশন ক্লোজ করবেন এবং লাভ নিয়ে নেবেন। লাভের পরিমান নির্ভর করবে সেই সময়ে কারেন্সি পেয়ারের রেট কতো বেশী বেড়েছে এবং আপনার পজিশনের সাইজের ওপর।
যদি EUR/USD সম্পর্কে আপনার ধারনা ভুল হয়ে থাকে এবং লং পজিশন ওপেন করার পরে প্রাইস পরে যায়, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। লাভের মতোই, লসের পরিমান নির্ভর করবে সেই সময়ে কারেন্সি পেয়ারের রেট কতো পড়েছে এবং আপনার পজিশনের সাইজের ওপর।
যেসকল ট্রেডাররা প্রাইস বাড়ার পক্ষে থাকে তাদের "বুল" বলা হয়, এবং যেসকল ট্রেডাররা প্রাইস পড়ার আশায় থাকে তাদের "বিয়ার" বলা হয়।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন

Email: freelancingbd2001@gmail.com 

Mobile: 01941099667


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন