শনিবার, ২৭ জুলাই, ২০১৯

ফ্রিল্যান্স আউটসোর্সিং :- কোথায় ভালো প্রশিক্ষণ নিবেন?

আপনারা যারা ফ্রিল্যান্স আউটসোর্সিং এর বিভিন্ন কাজগুলো শিখতে চান বা কোর্সগুলো করতে চান, কিন্তু ডিসিশন নিতে পারছেন না কিভাবে শুরু করবেন বা কোন কাজগুলো শিখবেন, কোন কাজ গুলোর চাহিদা বেশি, কোথায় ভর্তি হবেন বা কোথায় শিখলে ভালো হবে, তাদেরকে অনুরোধ করবো নিচের গাইডলাইনগুলো ফলো করার জন্য। 

স্টেপ ওয়ানঃ

প্রথমে কোন কাজ টা শিখবেন তা নির্ধারণ করুন।
 প্রয়োজনে সরাসরি তাদের প্রতিষ্ঠানে গিয়ে কথা বলতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, কখনো ভাববেন না, ভালো প্রতিষ্ঠানে গেলেই আপনি ভালো ফ্রিল্যন্সার হয়ে যাবেন। একটি ভালো প্রতিষ্ঠানের ভালো ট্রেইনাররা আপনাকে ভালো গাইডলাইন দিতে পারবে, আপনার ভুলগুলো ধরিয়ে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে। সেই পথে কিন্তু আপনাকেই হাটতে হবে। কাজ কিন্তু আপ্নাকেই শিখতে হবে।
> প্রতিষ্ঠান সিলেক্ট হলে, ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করুন এবং রুটিন করে প্রতিদিন কমপক্ষে ৩-৪ ঘণ্টা ঐ কাজ শেখার পিছনে ব্যয় করুন। 
> প্রতিদিন, যে কাজগুলো শিখছেন, তা একটা ডাইরিতে বা খাতায় নিখে রাখুন এবং অবসর সময়ে ঐগুলো একটু চোখ বুলাবেন।
> কখনো টাকার পিছনে ছুটবেন না এবং কাজ পাওয়ার জন্য অস্থির হবেন না। আপনি নিয়মিত কাজ শিখে যান ও নিজের স্কিল ডেভেলপ করেন, দেখবেন কিছুদিন পর টাকা আপনার পিছনে ছুটছে।
> ৩-৪ মাস এভাবে চলেন, তারপর নিজেকে ৪- ৬ মাস আগের আপনার সাথে তুলনা করুন। কথা দিচ্ছি, নিজেই নিজের সাফল্যে চমকিত হবেন।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন
01614660108/01511120919
Email: onlineworkshope@gmail.com
Dhanmondi .Dhaka

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন