শনিবার, ২৭ জুলাই, ২০১৯

প্রফেশনাল ওয়েবসাইট থেকে আয়

অনলাইনে আয়ের দুটি রাস্তা। এক, চাকরি করা এবং দুই, ব্যাবসা করা । আমাদের বাস্তব জীবনের মত অনলাইনেও আমরা চাকরি এবং ব্যবসা দুটোই করতে পারি। অনলাইনের একটি স্থায়ী ইনভেস্ট যেটা আপনি একবার করলে সারাজীবন বসে বসেই খেতে পারবেন। এমন একটি ইনভেস্ট হচ্ছে একটি ওয়েবসাইট।
একটি ওয়েবসাইট হতে পারে আপনার সারা জীবনের স্থায়ী উপার্জনের ক্ষেত্র।
একটি ওয়েবসাইট হচ্ছে আপনার যে কোন প্রতিষ্ঠানের অনলাইন পরিচয়। যে কোন কোম্পানি, স্কুল, কলেজ ইত্যাদি সকল প্রতিষ্ঠান তাদের নামে ওয়েবসাইট করে থাকে যাতে করে ইন্টারনেটে তাদের সম্পর্কে জানা যায় এবং তাদের বিভিন্ন সেবা বা সার্ভিস সম্পর্কে মানুষ যেন সহজেই জানতে পারে। এই জাতীয় ওয়েবসাইট গুলো হচ্ছে মূলত প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট।কিন্তু প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের বাইরেও প্রচুর ওয়েবসাইট সাধারণত বিভিন্ন টিপস, ট্রিক, আইডিয়া, বিনোদন, খবর ইত্যাদি বিষয় দেয়া হয়ে থাকে এই গুলোকে অ-প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত ওয়েবসাইট বলে।
আপনার ওয়েবসাইটে যদি বেশ ভাল ট্রাফিক (ট্রাফিক হচ্ছে ভিজিটর বা মানুষ যারা আপনার ওয়েবসাইট ভিজিট করবে) থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটে অন্যান্য কোম্পানীর বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে সেখান থেকে আয় করতে পারেন ।এই ধরনের ওয়েবসাইট গুলো করা হয় সাধারণত সখের বসে অথবা, লং টাইম ব্যাবসা করার জন্য আপনার ওয়েবসাইট যদি জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রতিদিন বেশ ভাল ট্রাফিক থাকে তাহলে আপনি আপনার নিজের তৈরি করা কোন পন্যের বিজ্ঞাপন সেখানে দিতে পারেন এবং সেখান থেকে বেশ ভাল সেল পেতে পারে।
স্বল্প খরচে ভাল মানের ওয়েবসাইট তৈরী করতে বিশস্ত প্রতিষ্ঠান টপ.আইটি 
টপ.আইটিযে সকল সেবা আপনি "" থেকে পেতে পারেন।
=> ডোমেইন রেজিষ্ট্রেশন
=> ওয়েব হোস্টিং
=> ওয়েব ডেভেলপমেন্ট
=> সফটওয়্যার ডেভেলপমেন্ট
=> ফেসবুক মার্কেটিং
=> এসইও
=> ব্র্যান্ড এসএমএস মার্কেটিং

Email: freelancingbd2001@gmail.com 

Mobile: 01941099667

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন