শনিবার, ২৭ জুলাই, ২০১৯

প্রফেশনাল ফরেক্স ট্রেনিং

ফরেক্স ট্রেডিং কি?

ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।
উদহারণসরুপ, আমেরিকা বা USA এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা UK এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।



বিস্তারিত

  • ৩২ টির ও বেশী ক্লাস থাকবে!
  • পর্যায়ক্রমে, আপনি ফরেক্স ট্রেড সম্পর্কে শিখতে পারবেন।
  • প্রতি সপ্তাহে ২ দিন ট্রেনিং (শনিবার এবং রবিবার)
  • দক্ষ ফরেক্স ট্রেডারগন এই ট্রেনিং প্রোগ্রামটি পরিচালনা করবেন।
  • প্রতিটি কোর্সের এর শেষে, অনলাইনে পরীক্ষা দেবার সুবিধা থাকবে। আপনি সেই কোর্স শেষ করার পরে পরীক্ষা দেয়ার মাধ্যমে নিজের মেধা যাচাই করবেন।
  • ট্রেনিং চলাকালীন সম্পূর্ণ গাইডলাইন এবং আনুসাংগিক প্রদান করা হবে।
  • ক্লাস রিভিউ করার সুযোগ থাকবে এবং সেই সাথে ট্রেনিং চলাকালীন কোনও নির্দিষ্ট বিষয়ে জানার থাকলে রয়েছে অতিরিক্ত সময়ের ব্যাবস্থা।
  • প্র্যাকটিস সেশনের জন্য রয়েছে, সঠিক নিয়মে ট্রেড করার গাইডলাইন।
  • প্র্যাকটিস সেশন শেষ হবার পরে রয়েছে ৪টি লাইভ ট্রেডিং সেশন। যেখানে আপনি এক্সপার্ট ট্রেডারদের রিয়েল ট্রেড করা দেখতে পারবেন।
  • ট্রেনিং শেষ করার পর রয়েছে, রিয়েল ট্রেডিং নিয়ে আলোচনা।
  • আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন
    01614660108/01511120919
    Email: onlineworkshope@gmail.com
    Dhanmondi .Dhaka

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন