শনিবার, ২৭ জুলাই, ২০১৯

ট্রেডার......

ট্রেডার হচ্ছে সে যে ফাইনান্স্যিয়াল মার্কেট এ ফাইনান্স্যিয়াল অ্যাসেট বাই এবং সেল করে করে এই লক্ষ্যে যে ট্রেডের কার্যকলাপের মাধ্যমে লাভ বের করে নেবে। ট্রেডার বিনিয়োগকারীর চেয়ে আলাদা হয় সময়সীমার দিক দিয়ে কারন একজন ট্রেডার তার অ্যাসেট স্বল্প সময়ের জন্য ধরে রাখবে এবং সাধারণত শর্ট-টার্ম ট্রেন্ডকে পুঁজিতে পরিনত করবে ।

ট্রেডার ধাপে ধাপে ব্যাখ্যা

ট্রেডাররা হয় প্রফেশনাল যারা ফাইনান্স্যিয়াল ইন্সটিটিউশন এ অথবা কর্পোরেশন যা বেতন অথবা চুক্তিগতভাবে অনুমোদিত বোনাস, অথবা স্বনির্ভর ব্যাক্তি হিসেবে কাজ করে। তারা স্টক মার্কেটে ট্রেড হওয়া ফাইনান্স্যিয়াল ইন্সট্রুমেন্ট, ডেরিভিয়েটিভ মার্কেট এবং কমোডিটি এক্সচেঞ্জে বাই এবং সেল করে। অনেক নতুন বিনিয়োগকারীরা ফরেক্স মার্কেটকে দ্রুত বড়লোক হওয়ার আশাতে পরিনত করে। দুর্ভাগ্যবশত, প্রচলিত সংখ্যাগরিষ্ঠ মানুষগুলো বড় ধরনের লাভ করতে ব্যার্থ হয় আর স্পষ্ট কোন ট্রেডিং স্ট্রাটেজি যা তাদের ব্যাক্তিত্ত এবং ট্রেডের লক্ষ্যের সাথে খাপ খায় তা না থাকায় অর্থ হারায়। কিন্তু, অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক ব্রোকারেজ কোম্পানি এই খরচকে কম সমস্যায় পরিনত করেছে, যেখানে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্ম স্বল্প স্প্রেডের ব্যাবস্থা করেছে। আরেকটি বাধা যা ট্রেডারদের দ্রুত সফলতার পথে বাধা হয়ে দাড়ানোর অসুবিধা হয়ে দাড়াতে পারে তা হচ্ছে ইউনাইটেড স্টেটে শর্ট-টার্মের ক্যাপিটাল গেইন সম্পর্কিত কর ব্যাবস্থা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন