শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

মানি একচেঞ্জ সাইট এর অ্যাফিলিয়েট করে কিভাবে টাকা ইনকাম করা যায়? জেনে নিন মোঃ দেলোয়ার হোসেন ,আইসিটি বিশেষজ্ঞ টপ আইটির (পরিচালক )

মানি একচেঞ্জ সাইট এর অ্যাফিলিয়েট করে কিভাবে টাকা ইনকাম করা যায়?জেনে নিন মোঃ দেলোয়ার  হোসেন ,আইসিটি বিশেষজ্ঞ  টপ  আইটির  (পরিচালক )

আমাকে অনেকেই বলেন ভাই এমন কোন সহজ সাইট আছে যেখান থেকে আমি ইনকাম করতে পারবো? তাদের রিকোয়েস্ট এ আমার এই পোস্ট টি করা । আজ আ​​​​মি আপনাদের এমন একটি কাজ দেখাবো যেখানে একজন বাচ্চা ছেলে ও কাজ করে সহজে ইনকাম করতে পারবে।
নোটিসঃ এই কাজটি একেবারে বিগেইনার দের জন্য। এটা প্রফেশনাল কোন কাজ না। নিজের রিস্কে চাইলে ট্রাই করে দেখতে পারেন। 
কাজটা আসলে কি?
সহজ ভাবে বলতে গেলে বলতে পারেন রেফারেল প্রোগ্রাম বা রেভিনিউ শেয়ার প্রোগ্রাম। আমি এমন একটি সাইট দেখাবো যেখানে আপনি বিশ্বের যে কোন জায়গা ​​​​থেকে শুধুমাত্র ভিজিটর তাদের কোম্পানি এর ওয়েবসাইটে নিয়ে আসলেই টাকা পাবেন। 
অনেকেই হয়তোবা অ্যাফিলিয়েট এবং সিপিএ মার্কেটিং সম্পর্কে জানেন। যেখানে আপনাকে কোন কাজ করতে হয়। এবং যখন কোন সেল বা অ্যাকশন ফুলফিল হয়​​​​ তখন ই আপনাকে টাকা দেওয়া হয়। কিন্তু এটা অন্য ধরনের একটি কাজ। যেখানে শুধু ভিজিটর আনলেই আপনি টাকা পাবেন।
এখন অনেকেই ভাবছেন তাহলে তো অনেক ভালো আমি নিজে নিজে তাদের সাইট ভিজিট করলেই তো টাকা পাবো। ওই কোম্পানি এত বড় গাধা না যে আপনার এ​​​​ই চালাকি তারা ধরতে পারবেনা। আপনাকে ১০০% ইউনিক ভিজিটর আনতে হবে। 
কত টাকা পাবো প্রতি ভিজিটরে?
আপনি প্রতি ভিজিটর থেকে পেতে পারে​​​​ন $0.45 এর মত। তবে এখানে কিছু শর্ত আছে। একজন ১০০% ইউনিক ভজিটরের জন্য আপনাকে দেবে $0.04 
এর পর কিভাবে ইনকাম পাবেনঃ
আপনি যাকে রেফার করছেন তিনি যদি তাদের মনিটর নামে একটি মেনু আছে সেখানে ভিজিট করে তাহলে আপনি সেখান থেকে টাকা পাবেন এবং আপনার রেফার করা ব্যক্তি যদি ৩/৭/১৪/৩০/৬০/৯০ দিনের ভেতর আবার এই সাইট ভিজিট করে তাহলে আপনাকে ​​​​টাকা দেওয়া হবে। তাদের অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে টোটাল একটা চার্ট দেওয়া আছে। সেখান থেকে দেখে নিতে পারবেন।
কিভাবে আমি পেমেন্ট পাবো?
তাদের অনেক গুলো পেমেন্ট অপশন আছে। আপনি চাইলে আপনার ইনকাম করা টাকা Perfect Money, Payeer, QIWI, OKPay, Bitcoin, AdvCash​​​​ এবং PayPal এর মাধ্যমে নিতে পারবেন। নূন্যতম পে-আউট রিকোয়েস্ট ১ ডলার। আপনি যখন নুন্যতম ১ ডলার ইনকাম করবেন তখন পেমেন্ট এর জন্য রিকোয়স্ট করতে পারবেন এবং ডলার পেতে টাইম লাগবে ৫ দিনের মত। 
​কিভাবে কাজ শুরু করবো?
আপনি কাজ শুরু করতে চাইলে প্রথ​​​​মে আপনাকে তাদের সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। নিচের লিঙ্ক থেকে Affiliate Program for Webmasters হিসেবে জয়েন করুন। 
আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার প্রয়জন হবে পেমেন্ট একাউন্ট। আমি ব্যক্তিগত ভাবে রেফার করি বিটকয়েন এ পেমেন্ট নিতে । কারন আপনি এই ​​​​সাইট থেকে ফ্রি বিটকয়েন ও ইনকাম করতে পারবেন। এজন্য এখন আপনি বিটকয়েন এ একটি ফ্রি একাউন্ট করে নিন। 
প্রথমে এই লিঙ্ক এ ক্লিক করে আ​​​​পনার বিটকয়েন একাউন্ট করে নিন। নিচের ব্যনারে ক্লিক করে আপনার ফ্রি ওয়ালেট তৈরি করে নিন। 
আপনি উপরের সাইট টি ওপেন করলে রেজিস্ট্রেশন করার অপশন পাবেন। 
এখান থেকে আপনার একাউন্ট করে ইমেইল ফেরিফিকেশন করুন। এর পর আপনার একাউন্টে লগইন করে আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস তৈরি করুন। ​​​​
এখন আপনার বিটকয়েন অ্যাড্রেস টা কপি করে আপনার আপনার অ্যাফিলিয়েট একাউন্ট এর প্রোফাইলে সেটআপ করুন। যখন আপনি পে​​​​মেন্ট সেটআপ করবেন আপনার ইমেইল এ একটা ইমেইল আসবে এবং একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্ক এ ক্লিক করে পেমেন্ট একাউন্ট কনফার্ম করুন। ব্যাস কাজ শেষ।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন
 01941099667 আর কোন কাগজ পএ পাঠাতে চাইলে 
ইমেল Address : freelancingbd2001@gmail.com  
দেওয়া হল এখানে পাঠাবেন ।

আমাদের পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন। পেইজটিকে Like দিবেন; যাতে আমরা উৎসাহ পাই এবং আপনাদেরকে আরও ভালো ভালো এবং গুরুত্বপূর্ণ পোস্ট দিতে পারি। সকল ধন্যবাদ শুভকামনা রইল।

রেভিনিউ শেয়ার প্রোগ্রামের মাধ্যমে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায়? (১ম অংশ)জেনে নিন মোঃ দেলোয়ার হোসেন-আইসিটি বিশেষজ্ঞ টপ .আইটির (পরিচালক)

রেভিনিউ শেয়ার প্রোগ্রামের মাধ্যমে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায়? (১ম অংশ)জেনে নিন মোঃ দেলোয়ার  হোসেন ,আইসিটি বিশেষজ্ঞ টপ .আইটির  (পরিচালক)

রেভিনিউ শেয়ার প্রোগ্রামের মাধ্যমে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায়? (১ম অংশ)


আমাদের এই স্ট্রেটিজি সম্পর্কে বুঝতে হলে প্রথমে আমাকে জানতে হবে রেভিনিউ শেয়ার আসলে কি? আমাদের অনেকের ভেতর একটি ধারনা (PTC - পেইড টু ক্লিক) টাইপের কিছু কাজ আছে যার মাধ্যমে অনলাইন থেকে অল্প কিছু ইনকাম করা যায়। এবং ওই ধরনেরই কাজ মনে হয় এই রেভিনিউ শেয়ার। 
আমি আপনাকে বুঝিয়ে বলছি আমি যেই স্ট্রেটিজি নিয়ে কাজ করছি এটা কোন ধরনের রেভিনিউ শেয়ার। আমরা সবাই মোটামুটিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানি। অ্যাফিলিয়েট মানে হচ্ছে যে কোন কোম্পানির পণ্য বিক্রি করে একটি কমিশন পাওয়া যায়। একটু বিষদ ভাবে বললে যেটা দাঁড়াবে তা হচ্ছে - কিছু কোম্পানি আছে যারা কমিশন এর উপর ভিত্তি করে মার্কেটার নিয়ে থাকে। যদি সেই মারকেটারের কেউ ওই কোম্পনি এর পণ্য বিক্রি করতে পারে তাহলে তাকে একটা কমিশন দেওয়া হয় প্রতিটি প্রোডাক্ট বিক্রি করার জন্য। এই মারকেটারের সাথে বেতন ভিত্তিক কোন শর্ত থাকেনা ঐ কোম্পানির। বিক্রি হলে টাকা পাবেন, না হলে কোন কমিশন নেই। 
এখন আসেন আমাদের চিন্তা বা স্ট্রাটিজি কি হবে বা আমরা কিভাবে কাজ করে ইনকাম জেনারেট করতে পারবো?
আচ্ছা চলুন মূল আলোচনায় যাওয়া যাক। রেভিনিউ শেয়ার হচ্ছে এমন একটি কাজ যেখানে আপনার মূল কাজ হবে কোণ কোম্পানি এর জন্য মার্কেটিং করা। আপনি যেই কোম্পানি এর জন্য মার্কেটিং করছেন তাদের অনেক পণ্য থাকতে পারে। আপনি যেই ক্লাইন্টগুলো ঐ কোম্পানি তে দিলেন তারা জীবনে কোনদিন যদি ওই কোম্পানি থেকে কোন পণ্য কিনে থাকে তাহলে আপনি কমিশন পাবেন এবং সেটা ১ বার না । আপনার মাধ্যমে ওই ক্লাইন্ট ওই কোম্পানিতে এসেছে এজন্য আপনার ক্লাইন্ট যতবার সেখান থেকে কোন পণ্য কিনবে আপনি ততবার ওই কোম্পানি থেকে কমিশন পেতে থাকবেন।
তাহলে বিষয়টা কেমন মনে হয়? অনেক ইন্টারেস্টিং না? 
হ্যাঁ, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। আর এজন্য আমি ২০১৪ সাল থেকে এটা নিয়ে স্টাডি করছি এবং মাত্র ১/২ মাস সময় দিয়ে এখন পর্যন্ত ৩,০০০ ডলারের উপরে ইনকাম করেছি। আপনি হয়তোবা ভাবছেন মাত্র ৩,০০০ ডলার এবং ২/৩ বছরে। ​​​​
হ্যাঁ, মাত্র ৩০০০ ডলার ইনকাম করেছি। এবং এখন পতিদিন ই আমার ১-৫ ডলার ইনকাম হয় এবং আমি এখানে ১ সেকেন্ড ও সময় দেইনা। আমি যখন দেখলাম এই কাজ টি আসলেই অনেক সম্ববনাময় তখনই আপনাকে আমি এটা সম্পর্কে বলছি। এখন প্রতিদিন আমার ১০/১৫ জন করে ক্লাইন্ট আমার পার্টনার প্রোগ্রামে অ্যাড হচ্ছে। এবং ক্রমশ আমার ক্লাইন্ট এবং কমিউনিটি বাড়ছে। আমি গত ২ বছর শুধু এটা নিয়ে প্লান করেছি কি করা যায়। এবং এখন ফাইনালি কাজ শুরু করেছি। ​​​​
কিভাবে কাজ টি করা যাবে এবং প্যাসিভ ইনকাম হবে?
অনলাইনে খুঁজলে আপনি অনেক অনেক রেভিনিউ শেয়ার সাইট পাবেন। তবে বেশিরভাগ ই স্ক্যাম। আমি এই কাজ টি করার জন্য খুঁজে নিয়েছি মেক মানি নিশ এবং ফরেক্স - বাইনারি সাব নিশ। আমার মূল প্লান হচ্ছে ফরেক্স এবং বাইনারি সাইট এর পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়া । 
আপনি অনেক ফরেক্স এবং বাইনারি প্রোগ্রাম পাবেন। আমি কাজ করি FBS নামে একটি ফরেক্স কোম্পানি তে। কারণ কি > হ্যাঁ, কারণ হচ্ছে আমি অনেক অ্যানালিসিস করে দেখেছি এখানে বিশাল বড় মার্কেট আছে এবং যেখানে ইনকাম করারও অনেক অনেক সুযোগ আছে। 
আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ 
করুন 01941099667 আর কোন কাগজ পএ পাঠাতে চাইলে ইমেল Address : freelancingbd2001@gmail.com দেওয়া হল এখানে পাঠাবেন ।

আমাদের পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন। পেইজটিকে Like দিবেন; যাতে আমরা উৎসাহ পাই এবং আপনাদেরকে আরও ভালো ভালো এবং গুরুত্বপূর্ণ পোস্ট দিতে পারি। সকল ধন্যবাদ শুভকামনা রইল।

CPA মার্কেটিং কি? নতুনদের জন্য সি. পি. এ মার্কেটিং এর নির্দেশনা জেনে নিন জেনে নিন মোঃ দেলোয়ার হোসেন ,আইসিটি বিশেষজ্ঞ টপ.আইটির (পরিচালক

CPA মার্কেটিং কি? নতুনদের জন্য সি. পি. এ মার্কেটিং এর নির্দেশনা জেনে নিন মোঃসুমন মিয়া , আইসিটি বিশেষজ্ঞ এস.এস.আইসিটির (পরিচালক )


সি. পি. এ. (CPA) মার্কেটিং হল এমন এক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং যার মাধ্যমে আপনি কোন পণ্য বিক্রি এর পাশাপাশি ছোট কিছু কাজ যেমন ইমেইল সাবমিট , জিপ কোড সাবমিট, ডাউনলোড ইত্যাদি কাজের মাধ্যমে ইনকাম করতে পারেন। এজন্যই একে বলা হয়ে থাকে কস্ট পার অ্যাকশন তার মানে যে কোন অ্যাকশন ফুলফিল হলেই আপনি কমিশন পাবেন। আপনারা সবাই হয়তো জানেন Amazon অথবা Clickbank.com এর প্রোডাক্ট প্রমোট করে রেভিনিউ শেয়ারের মাধ্যমে টাকা ইনকাম করা যায় । কিন্তু সি. পি. এ. মার্কেটিং তার থেকে অনেক সহজ এবং কাজও অনেক কম।

এই লেখাটি পড়লে আপনি যা যা জানতে পারবেনঃ

  1. সি. পি. এ. মার্কেটিং আসলে কি?
  2. কেন সবাই সি. পি. এ. মার্কেটিং এত পছন্দ করে
  3. কিভাবে সি. পি. এ. মার্কেটপ্লেসে একাউন্ট এর অ্যাপ্রুভাল পাওয়া যায়
  4. কিভাবে প্রমোট করার জন্য  অফার খুঁজে পাওয়া যাবে
  5. ট্রাফিক ও কনভার্সন এর গুরুত্ব কি?

    সি. পি. এ. মার্কেটিং আসলে কি?

    আপনারা অনেকেই হয়তো ভালোভাবে জানেন না অ্যাকশন কি জিনিস। তাদের জন্য আবারো বলছি কোন অফার কেনা, গেম অথবা কোনকিছু ডাউনলোড করা, কোন রোমান্টিক সাইটে সাইন আপ করা, অনলাইনে কোন গেম এর জন্য অ্যাকাউন্ট খোলা, ইমেইল আইডি দেয়া, সাবস্ক্রাইব করা এমনকি কোন সাইটে নিজের পোস্ট কোড দেয়াও এক একটা অ্যাকশন।
    আরো সহজ ভাবে বলি – ধরুন আমার একটি রেস্টুরেন্ট আছে । আমি কিছু লোক খুঁজছি যারা আমার রেস্টুরেন্ট এর মার্কেটিং করবে। তাদের সাথে আমার কন্ট্রাক্ট আপনার মাধ্যমে যদি আমার দোকানে কেউ আসে অথবা প্রোডাক্ট কিনে থাকে তাহলে আপনাকে প্রতি কাস্টমার বা বিক্রি থেকে একটা কমিশন দেবো। যখন আপনি একজন কাস্টমার আমার রেস্টুরেন্টে নিয়ে আসলেন এই কাস্টমার নিয়ে আসাই হচ্ছে একটা একশন। আশা করি বুঝতে পেরেছেন। আর বিস্তারিত জানতে দেখুন সি.পি.এ মার্কেটিং কেন করবেন?

এই সব কিছুকে খুব সহজ ভাষায় বলতে গেলে যেটা দাঁড়ায় সেটা হল বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের সাইটে এই লিড গুলো নিয়ে দিলে আপনাকে কমিশন বা এক কথায় টাকা দেবে। এখানে সব থেকে সুবিধা টা হল টাকা পাবার জন্য তাদের কোন কিছু বিক্রির দরকার নেই, আপনি শুধু ট্রাফিক বাড়িয়ে দিতে পারলেই হবে। ওদিকে কোম্পানিরও কিন্তু লাভ আছে কারন তাদের নিজস্ব কিছু লিড মনেটাইজ করার কৌশল আছে যার মাধ্যমে যখন কেউ পেইড মেম্বার / সদস্য হয় অথবা কোন লিডের উন্নতি হয় তখন তারা ১০০% কমিশন নিয়ে নেয়।
এতক্ষণ সিপিএ মার্কেটিং এর বেসিক টা আমরা জানলাম। এখন চলুন একটু অ্যাডভানস এ যাই। উপড়ে যেই বিষয়টি বলা হয়েছে সেটা আমরা সবাই মোটামুটি জানি। এখন আসুন সিপিএ মার্কেটিং কি শুধু ছোট ছোট কাজ কেই বোঝানে হয়? প্রশ্নটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ কাড়ন আগে আমরা ভাবতাম ছোট ছোট যেই কাজ সেটাই সিপিএ মার্কেটিং । আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জেনে থাকেন তাহলে জানেন যে কোন পণ্য যখন আপনি বিক্রি করবেন তখন ই আপনি কমিশন পাবেন । এখন আমার আমার প্রশ্ন হচ্ছে যদি আমি কোন পণ্য বিক্রি করে থাকি তাহলে সেটা কি একটা অ্যাকশন হচ্ছেনা? আশা করি উত্তর আসবে হ্যাঁ। আপনি সিঠিক বলেছেন কারণ যখন আমি কোন পণ্য বিক্রি করছি সেটাও অ্যাকশন হচ্ছে। সিপিএ মানে হচ্ছে যে কোন অ্যাকশন ফুলফিল হওয়া । আর অ্যাফিলিয়েট মার্কেটিংও কিন্তু সিপিএ মার্কেটিং এর আওতায় পরে।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন
অনলাইনে কাজ করতে আগ্রহী তারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করুন 01941099667 আর কোন কাগজ পএ পাঠাতে চাইলে ইমেল Address : freelancingbd2001@gmail.com  দেওয়া হল এখানে পাঠাবে

আমাদের পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন। পেইজটিকে Like দিবেন; যাতে আমরা উৎসাহ পাই এবং আপনাদেরকে আরও ভালো ভালো এবং গুরুত্বপূর্ণ পোস্ট দিতে পারি। সকল ধন্যবাদ শুভকামনা রইল।

ফরেক্স মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস জেনে নিন জেনে নিন মোঃ দেলোয়ার হোসেন ,আইসিটি বিশেষজ্ঞ টপ.আইটির (পরিচালক)

ফরেক্স মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস - Technical Analysis of Forex Market

টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেডাররা প্রাইসের মুভমেন্টের ওপর ভিত্তি করে ট্রেড করে।
মুল বিষয় হল একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখতে পারে, বর্তমানের প্রাইস মুভমেন্ট বুঝতে পারে এবং ভবিষ্যতের প্রাইস কেমন হবে সে সম্পর্কে ধারনা অর্জন করতে পারে।
আপনার চার্টে পূর্বের সকল প্রাইসের মুভমেন্ট চার্ট আকারে দেয়া থাকবে। তাই আপনি চাইলেই পূর্বে কি হয়েছিল তা দেখতে পারবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, "ইতিহাস বারবার প্রতিফলিত হয়"?
টেকনিক্যাল অ্যানালাইসিস এমনই। পূর্বে যা ঘটেছিল, আমরা আশা করেতে পারি হয়তো ভবিষ্যতেও তাই ঘটতে পারে। যদি কোন প্রাইস লেভেল পূর্বে সাপোর্ট বা রেসিসটেন্স হিসেবে কাজ করে থাকে, তবে ট্রেডারদের চোখ থাকবে সেই দিকে এবং তারা তার ওপর ভিত্তি করে তাদের ট্রেড করবে।
টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একই প্যাটার্ন মেলানোর চেষ্টা করি যা পূর্বে ঘটেছিল। এবং যেহেতু তা পূর্বে ঘটেছিল, তাই আমরা আশা করবো এবারও হয়ত আগের মত একই জিনিস ঘটতে পারে।
কেউ যখন টেকনিক্যাল অ্যানালাইসিস কথাটি বলে, তখন আমাদের মনে সর্বপ্রথম যে কথাটি আসে তা হল চার্ট। টেকনিক্যাল অ্যানালাইসিসে চার্ট ব্যবহার করা হয় কারন চার্টের মাধ্যমেই হিস্টোরিকাল ডাটা সবচেয়ে সহজে উপস্থাপন করা যায়।
আপনি ট্রেন্ড এবং প্যাটার্ন বোঝার জন্য চার্টে পূর্বের ডাটাগুলো দেখতে পারেন যা কিনা আপনাকে কিছু ভাল ট্রেডের সুযোগ এনে দিতে পারে। প্রাইস প্যাটার্ন, ইন্ডিকেটরের সিগন্যাল আপনাকে মার্কেট সম্পর্কে ভাল আইডিয়া পেতে সাহায্য করতে পারে।
টেকনিক্যাল অ্যানালাইসিস বিষয়টা নির্ভর করে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন।
জনি এবং রনি হয়তো একই চার্ট এবং ইন্ডিকেটর দেখে অ্যানালাইসিস করবে, কিন্তু তারা হয়তো একই রকম ট্রেডের আইডিয়া পাবে না, ভিন্ন ভিন্ন ট্রেডের আইডিয়া পেতে পারে।
আসল কথা হল আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মূল কনসেপ্ট ভালভাবে জানতে হবে। আমাদের ফিবোনেসি, বোলিঙ্গার ব্যান্ড, পিভট পয়েন্ট, মুভিং এভারেজ ইত্যাদির কাজ সম্পর্কে জানতে হবে।
এখন হয়তো আপনি ভাবছেন যে ফরেক্স ট্রেডাররা অনেক স্মার্ট। তারা ফিবোনেসি, বোলিঙ্গার ব্যান্ডের মত স্মার্ট নাম জানে। যেহুতু আপনি ফরেক্স ট্রেড শুরু করেছেন, তাই হয়তো আপনি ইতিমধ্যে ফেসবুকে আপনার নাম পরিবর্তন করে এখন ফিবোনেসি তানভীর কিংবা বোলিঙ্গার রাহাত রাখার কথা চিন্তা করা শুরু করে দিয়েছেন।
পরবর্তীতে টেকনিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন ইন্ডিকেটর, সাপোর্ট-রেসিসটেন্স, পিভট পয়েন্ট ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন

Email: freelancingbd2001@gmail.com 

Mobile; 01941099667



আমাদের পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন। পেইজটিকে Like দিবেন; যাতে আমরা উৎসাহ পাই এবং আপনাদেরকে আরও ভালো ভালো এবং গুরুত্বপূর্ণ পোস্ট দিতে পারি। সকল ধন্যবাদ শুভকামনা রইল।

সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

সঠিক ফরেক্স ব্রোকারটি কিভাবে চয়ন করবেন সেই বিষয়ে আমাদের নির্দেশিকা দেখুন।জেনে নিন মোঃ দেলোয়ার হোসেন ,আইসিটি বিশেষজ্ঞ টপ.আইটির (পরিচালক))

সঠিক ফরেক্স ব্রোকারটি কিভাবে চয়ন করবেন সেই বিষয়ে আমাদের নির্দেশিকা দেখুন।জেনে নিন মোঃ দেলোয়ার  হোসেন ,আইসিটি বিশেষজ্ঞ  টপ.আইটির  (পরিচালক)

 একটি অনলাইন ফরেক্স ব্রোকার কি?

একটি অনলাইন ফরেক্স ব্রোকার একটি সংস্থা (একটি দালালি সংস্থা) যা ক্রেতাদের এবং বিক্রেতাদের মধ্যে লেনদেন সংগঠিত করে এবং অপারেশন কার্যকর বা সঞ্চালিত হওয়ার পরে ব্রোকার কমিশন পায়।
অন্য কথায়, এটি কেনার / বিক্রয় লেনদেনে উভয় পক্ষের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে এবং মুনাফা হিসাবে এটির পরিষেবাগুলির জন্য কমিশনকে চার্জ করে। আরও জানুন একটি অনলাইন ফরেক্স ব্রোকার কি।

ট্রেডিং প্ল্যাটফর্ম

মেটাট্রেডার - খুচরা ফরেক্স ট্রেডিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম হল মেটাট্রেডার 4.
যদিও Metatrader 5 হল নতুন সংস্করণ, MT4 (মেটাট্রেডার 4) সর্বাধিক ব্যবহৃত সংস্করণ।
মেটাট্রেডারটি ইএ / এর বিশেষজ্ঞ উপদেষ্টাগুলিকে কেনার জন্য এবং বিক্রয় সংকেত উৎপাদনের জন্য অটো ট্রেড বা ট্রেডিং প্রযুক্তিগত সরঞ্জামগুলি ব্যবহার করার জন্য একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম।
আপনার মোবাইল ডিভাইসে মোবাইল ট্রেডের জন্য মেটাট্রেডারের একটি ভাল সুপ্রতিষ্ঠিত মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। MT4 সম্পর্কে আরও জানতে আমাদের চেক আউট করুন মেটাট্রেডার 4 গাইড.v
ওয়েব ভিত্তিক ট্রেডিং প্ল্যাটফর্ম - বেশিরভাগ দালালের নিজস্ব ওয়েব বেস ট্রেডিং প্ল্যাটফর্ম থাকে, যদিও অধিকাংশগুলি মেটাট্রেডার প্ল্যাটফর্মের মতোই থাকে যা চার্ট এবং প্রযুক্তিগত চার্টিং সরঞ্জামগুলি সমন্বিত করে, তারা সাধারণত বৈশিষ্ট্যগুলিতে সীমিত।
এটা শুধু ব্যবসায়ী পছন্দ উপর ভিত্তি করে বাণিজ্য অন্য উপায়। MT4 সম্পর্কে আরও জানতে আমাদের চেক আউট করুন MT4 গাইড.
cTrader - cTrader ট্রেডিং প্ল্যাটফর্ম সরাসরি আন্তর্জাতিক মুদ্রার বাজারগুলিতে সরাসরি এসটিপি অ্যাক্সেস সরবরাহ করে, যার অর্থ কোনও বিক্রেতা, পুনঃ-উদ্ধৃতি, বা কার্যকর করার জন্য কোনো বিলম্ব নেই এবং গ্রাহকদের আদেশগুলির তাত্ক্ষণিক কার্যকরতা নিশ্চিত করে।
প্ল্যাটফর্ম নকশাকৃত ডেস্ক, বাস্তব বাজারের ট্রেডিং অফার করে এমন দালালদের সাথে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে।
এর মানে হল যে যখন আপনি কিনবেন বা বিক্রি করবেন, তখন আপনি প্রকৃতপক্ষে একজন প্রকৃত কাউন্টারপার্টি সঙ্গে একটি ট্রেড করছেন।

ব্রোকারের ধরনগুলি

ইসিএন (বৈদ্যুতিন যোগাযোগ নেটওয়ার্ক) - ইসিএন ব্রোকার রিয়েল টাইম অর্ডার বই তথ্য প্রদর্শন এবং প্রদর্শন।
ইসিএন দালালরা সাধারণত ট্রেডিং ভলিউমের উপর একটি কমিশন চার্জ করে তাদের অর্থ উপার্জন করে।
ইসিএন ব্রোকারের সাথে, কোন লেনদেনের ডেস্ক মোডে ইন্টারব্যাঙ্ক মার্কেটে সমস্ত লেনদেন সরাসরি পরিচালিত হয়।
এসটিপি - সরাসরি প্রক্রিয়াজাতকরণ: লেনদেনগুলি সম্পূর্ণরূপে কম্পিউটারাইজড এবং কোনও ব্রোকার হস্তক্ষেপ ব্যতিরেকে আন্তঃব্যাংক বাজারে অবিলম্বে প্রক্রিয়া করা হয়।
ডিলিং ডেস্ক- একটি ডিলিং ডেস্ক ব্রোকার একটি বাজার মেকার। বাজার প্রস্তুতকারীরা সাধারণত নির্দিষ্ট স্প্রেডগুলি অফার করে এবং যে কোনও সময়ে প্রকৃত বাজারের দাম উপরে বা নীচে উদ্ধৃত করতে পারে।
বাজার প্রস্তুতকারীগণ সর্বদা ব্যবসায়ীদের প্রতিপক্ষ, যারা তরলতা প্রদানকারীর সাথে সরাসরি বাণিজ্য করেন না।
বাজার প্রস্তুতকারকদের স্প্রেডের মাধ্যমে অর্থ প্রদান করা হয়, এবং সাধারণত তারা তাদের ক্লায়েন্টের বিপরীত ব্যবসাগুলিও নেয়।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন

Mobile; 01941099667

Email: freelancingbd2001@gmail.com  


আমাদের পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন। পেইজটিকে Like দিবেন; যাতে আমরা উৎসাহ পাই এবং আপনাদেরকে আরও ভালো ভালো এবং গুরুত্বপূর্ণ পোস্ট দিতে পারি। সকল ধন্যবাদ শুভকামনা রইল।