সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

নতুন ফোন কিনে স্বচেতন হতে হবে কি করলে সমাধান হবে জানতে পোষ্টটি পড়ুন জেনে নিন মোঃ দেলোয়ার হোসেন ,আইসিটি বিশেষজ্ঞ টপ.আইটির (পরিচালক)

নতুন ফোন কিনে স্বচেতন হতে হবে  কি করলে সমাধান হবে জানতে পোষ্টটি পড়ুন জেনে নিন 


নতুন ফোন কিনে প্রথমেই প্লে স্টোরে গিয়ে নিজেদের পছন্দের অ্যাপগুলো নামিয়ে ফেলি। কিন্তু গুগল প্লে স্টোরের সব অ্যাপ কিন্তু নিরাপদ নয়। যেকোনো একটি অ্যাপের নাম লিখে গুগল প্লে স্টোর, উইন্ডোজ স্টোর কিংবা আইওএস অ্যাপ স্টোরে সার্চ দিলে দেখবেন, কাছাকাছি নামের ও দেখতে একই রকম বেশ কিছু অ্যাপ হাজির হবে। যেমন-ভাইবার লিখে সার্চ দিলে ভাইবার, ভাইবার মেসেঞ্জার, ভাইবার মিডিয়া, ইত্যাদি সার্চ রেজাল্টে চলে আসে। এ ক্ষেত্রে সঠিক অ্যাপ চেনার জন্য ছোট্র কিছু বিষয় নজরে রাখতে হয়।
ডেভেলপারের নাম
যেকোনো অ্যাপ ডাউনলোড করার আগে ডিটেইলসে গিয়ে ডেভেলপারের নামের জায়গাটি দেখুন। কোনো প্রতিষ্ঠানের অ্যাপ বা একক মালিকানার অ্যাপ হলে সেই নামটি দেখতে পাবেন। এই নামটি দিয়ে প্রয়োজনে গুগল করে বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে যাচাই করে দেখে নিন। এ ছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া থাকলে সরাসরি তা ভিজিট করে দেখে নিন। নকল নামের অ্যাপগুলোতে তথ্য চুরিসহ বিভিন্ন নিরাপওাঝুঁকি থাকে।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন

Email: freelancingbd2001@gmail.com 

Mobile: 01941099667



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন