মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

অভ্র তে F12 চেপে ভাষা পরিবর্তন করতে গেলে সমস্যা করে ? নিয়ে নিন সমাধান ।

জেনে নিন মোঃ দেলোয়ার  হোসেন ,আইসিটি বিশেষজ্ঞ  টপ.আইটির  (পরিচালক)


আমরা যারা কম্পিউটারে অভ্র সফটওয়্যার ব্যবহার করে বাংলা লেখালেখি করে থাকি তারা প্রায়ই হয়তো এই সমস্যাতে ভুগেছেন । সমস্যা টি হলো অভ্র কি বোর্ড অন করে বাংলা লিখতে লাগলে সব সময় হয় না নিচের টাস্কবারের কিবোর্ড লে আউট চলে আসে । ধরুন আপনি ইংরেজি লিখছেন এখন বাংলা লেখার জন্য অভ্র এর সেটিং থেকে বাংলা করে দিলেন টাইপিং করছেন কিন্তু ঠিক ভাবে লিখছে চাপেন একটা আসে আরেকটা বা ইংরেজি ই লেখা থাকে ।
প্রথমে এই সমস্যা টি তে আমিও পড়েছিলাম যখন নতুন নতুন অভ্র তে বাংলা লেখা শুরু শুরু করি তো এই সমস্যা টি আমার বন্ধু ইকবাল কে বলার পর সমস্যা টি সমাধান করে দিয়েছিল । তাই হঠ্যাৎ মনে হলো এটা নিয়ে লেখা দরকার অনেকেই অভ্র কিবোর্ড ব্যবহার করে হয়তো তারা ও এই সমস্যা পরেছে সমস্যা খুঁজছে । আপনি ও যদি এমন সমস্যায় পরে থাকেন তাতে কোন সমস্যা নাই এই ট্রিক টি অনুসরণ করার পর এই ভাষা থেকে আরেক ভাষায় সুইচ করতে সুবিধা হবে ।
আমরা জানি অভ্র তে F12 চাপলে এক ভাষা থেকে আরেক ভাষা শর্টকাটে সুইচ করা যায় তাই যারা অভ্র কি বোর্ড এর এই সমস্যা নিয়ে আছেন তাদের জন্য এই পোস্ট টি উপকারি হবে এর পর থেকে ভাষা পরিবর্তন করতে সমস্যা হবে না ।
অভ্র কিবোর্ড সমস্যা সমাধানে যা করতে হবেঃ
৩। উপরের স্ক্রিনশট ফলো করুন ১ নাম্বার চিহ্নিত জায়গা থেকে টিক মার্ক উঠিয়ে দিন এবং Apply দিয়ে OK তে ক্লিক করুন । কাজ শেষ তাহলে এরপর থেকে আর কোন সমস্যা হবে না ভাষা পরিবর্তন করতে ।

আশা করি পোস্ট টি আপনাদের উপকারে আসছে , যদি পোস্ট ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু সাথে শেয়ার করবেন এবং অভ্র নিয়ে অন্য কোন সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের মতামত নেওয়ার সুবিধা করা জন্য ফেসবুক কমেন্ট সিস্টেম করা আছে যার মাধ্যমে আমাদের সাইটে কোন রকম সাইন আপ করা ছাড়াই কমেন্ট করে আপনার মতামত দিতে পারবেন ।
ধন্যবাদ
আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন

Email: freelancingbd2001@gmail.com 

Mobile: 01941099667


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন