মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

ল্যাপটপের অ্যাডেপ্টার ও প্রাসঙ্গিক কিছু ভাবনা


ব্যবহারিক সচেতনতা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া:

 অ্যাডেপ্টার একটি ল্যাপটপ কমপিউটারের অতি প্রয়োজনীয় বস্ত, যার ওপর নির্ভর করে স্বয়ং ল্যাপটপ ও তার অভ্যন্তরে অবস্থিত ব্যাকআপ ব্যাটারির সম্পূর্ণ জীবন। ফলে তার ব্যবহারে ও সংরক্ষণে যথেষ্ট যত্নবান, সচেতন ও দায়িত্বশীল হলে দীর্ঘায়ু পেতে পারে এর জীবনচক্র। পাওয়ার অ্যাডেপ্টারের সর্বোওম ব্যবহারই পারে একটি ল্যাপটপ কমপিউটারের সম্ভাব্য সকল ধরনের ক্ষতির সম্নুখীন হতে রক্ষা পেতে।
ক। পাওয়ার অ্যাডেপ্টারের এসি কর্ডে মূল বৈদ্যুতিক লাইনের সঙ্গে সকেট বা আউটলেটের মাধ্যমে সংযোগ পায় বিধায় সংযোগকারী সকেট বা আউটলেটের সুইচ অফ করে প্লাগ পয়েন্টে প্রবেশ করানোই হচ্ছে সর্বোওম পদ্ধতি এবং প্লাগ পয়েন্ট কোনো অবস্থাতেই ঢিলেঢালা বা লুজ থাকতে পারবে না যাতে স্পাকিং বা ফায়ারিং হওয়ার আশঙ্কা থাকে।

 অ্যাডেপ্টারের এসি ক্যাবল মূল বৈদ্যুতিক লাইনের সঙ্গে সকেট বা আউটলেটের মাধ্যমে সংযোগ দেওয়ার পূর্বে প্রথম ডিসি আউটপুট কানেকটর বা টিপ ল্যাপটপের পাওয়ার জ্যাক বা পোর্টে প্রবেশ করানোই হচ্ছে সঠিক পদ্ধতি।

 পাওয়ার অ্যাডেপ্টার সামান্যতম গরম হতে পারে, তবে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করার জন্য যখন ল্যাপটপ ব্যবহত হয় না, তখন অ্যাডেপ্টারের পাওয়ার সুইচ অফ করে রাখাই উওম।
ঘ। পাওয়ার অ্যাডেপ্টারের কোনো অবস্থাতেই ঝাঁকি, কোপ, নিক্ষেপ ইত্যাদি করা যাবে না, যাতে এই জাতীয় অযন্তের ফলে ইন্টারনাল পার্টস বা সার্কিট বোর্ড ক্ষতির শিকার হতে পারে।
ঙ। ল্যাপটপের ব্যাটারি ১০০% চার্জিং সম্পূর্ণ হয়ে গেলে অ্যাডেপ্টার প্লাগিং করা থাকলে কোনো ক্ষতি নেই, কারণ, চার্জিং লেভেল ১০০% হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি তার এনার্জি সংগ্রহ বন্ধ করে দিয়ে উক্ত এনার্জি দ্বারা ল্যাপটপকে সরাসরি চলতে সাহায্য করে। অর্থাৎ অ্যাডেপ্টারটি ওয়ানওয়ে কাজ করতে থাকে।

 ল্যাপটপের এসি অ্যাডেপ্টারকে কক্ষের স্বাভাবিক তাপমাত্রায় ( ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস ), শুঙ্ক, পরিচ্ছন্ন স্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এবং উচ্চতাপমাত্রা অ্যাডেপ্টারের ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। তা ছাড়া বন্যা বা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া অ্যাডেপ্টারকে কোনো অবস্থাতেই উপযুক্ত পরীক্ষণ ও শুঙ্ক ব্যতিত ল্যাপটপের সংযোগ প্রদান করা যাবে না।
ছ। ল্যাপটপ থেকে এসি অ্যাডেপ্টারের অপসারণ করার সময় সর্বদা ডিসি কানেকটরে ধরে আলতোভাবে খুলতে হবে এবং কখনোই কার্ডে ধরে জোরে টান দেওয়া যাবে না। তা ছাড়া অ্যাডেপ্টার ল্যাপটপের পাওয়ার পোর্টে লাগানো অবস্থায় ব্যাগে ঢোকানো, বহন বা স্থান্তর করা, টেবিলের ওপরে কাত করা, টেবিলের ওপর থেকে ঝুলিয়ে রাখা ইত্যাদি মোটেও উচিত নয়। এতে ল্যাপটপ ও অ্যাডেপ্টার উভয়েরই অস্তিত্বের সংকট দেখা দিতে পারে।

 বহন বা সংরক্ষণের সময় অ্যাডেপ্টারের ক্যাবলদ্বয়কে অ্যাডেপ্টারের দেহের সঙ্গে পেঁচানো বা মোড়ানো যাবে না। এতে ডিসি ক্যাবল অ্যাডেপ্টারের গোড়ার দিকে ছিঁড়ে যেতে পারে। তাই ডিসি ক্যাবলকে আলতোভাবে বেল্ট দ্বারা বেঁধে দিতে হবে।
এইভাবে ক্যাবল পেঁচানো উচিত নয়।
এটাই হচ্ছে উওম পদ্ধতি।

 এসি অ্যাডেপ্টারের মেটাল টিপের সঙ্গে অন্যান্য ধাতু বস্তর একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, যাতে উভয়ের মাঝে কোনো ধরনের শর্ট-সার্কিটিং সৃষ্টি না হয়।
ঞ। ল্যাপটপের সঠিক পারফরম্যান্স পেতে চাইলে অবশ্যই ব্যবহারকারীকে তার ল্যাপটপের সঙ্গে আসা ফ্যাক্টরি ডিফল্ট এসি অ্যাডেপ্টারের ব্যবহার নিশ্চিত করতে হবে।
কীভাবে আপনি আপনার মূল্যবান ও অতিপ্রিয় ল্যাপটপ কমপিউটারের জন্য একটি সঠিক ও সর্বোওম এসি অ্যাডেপ্টার নির্বাচন করবেন?

মানবগোষ্ঠীর চলমান জীবনযাত্রার নিত্যনতুন ইলেকট্রনিকস পণ্যের ব্যবহার বেড়েই চলছে, তার সঙ্গে এসব ডিভাইস পরিচালিত বা কোনোটির ব্যাকআপ ব্যাটারি চার্জ হতে অত্যাবশ্যকীয় বস্ত হচ্ছে একটি অ্যাডেপ্টার বা চার্জার,  তা ছাড়া প্রায়ই উক্ত ডিভাইসসমূহের পাওয়ার অ্যাডেপ্টার হারিয়ে/ভেঙে/নষ্ট হয়ে যায়। এমতাবস্থায় সস্তা ও নিম্নমানের পাওয়ার অ্যাডেপ্টারের ভিড়ে ক্রেতাকে পড়তে হয় দ্বিধাদ্বন্দ্বের মাঝে। পাওয়ার অ্যডেপ্টার-এর ব্যবহার ও ক্রয়ে ক্রেতাকে অবশ্যই মনস্থির করতে হবে, তিনি তার ল্যাপটপ কমপিউটারের জন্য কী ধরনের বা কী প্রকৃতির বা কী মানের পাওয়ার অ্যাডেপ্টার ক্রয় করতে ইচ্ছুক?

বিশেষ করে একটি বিষয়ে সবাই আমরা একমত পোষণ করব, শুণগত মানসম্পন্ন ও পরীক্ষিত ল্যাপটপের পাওয়ার অ্যাডেপ্টারের বাজারদর সর্বদাই একটু বেশি। তাই আপনার মূল্যবান ল্যাপটপের অপরিহার্য ও অত্যাবশ্যক এই ডিভাইস ক্রয়ের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়সমূহে নজর দেওয়া খুবই জরুরি:
ক। ল্যাপটপের তলভাগে বা ব্যাকআপ ব্যাটারির নিচু অংশে উল্লিখিত ইনপুট অথবা অরিজিনাল পাওয়ার অ্যাডেপ্টারের দেহে প্রিন্টেড আউটপুট ভোল্টেজ, অ্যাম্পিয়ার ও ওয়াট অথবা ল্যাপটপ বা ল্যাপটপের অরিজিনাল পাওয়ার অ্যাডেপ্টারের সিরিজ, মডেল ও পার্ট নম্বর বা ইউজার গাইডের তথ্য অনুসারে অ্যাকুরেট পাওয়ার অ্যাডেপ্টারের সন্ধান করা এবং এরই সঙ্গে বিক্রেতাকে ক্রেতার প্রয়োজনীয়, সঠিক ও শুনগত মানসম্পন্ন ল্যাপটপের পাওয়ার অ্যাডেপ্টার প্রাপ্তিতে সহায়তা করা এবং ল্যাপটপের ইনপুট ভোল্টেজ ও অ্যাম্পিয়ার সম্পর্কে সর্বোচ্চ সচেতন ও সুনিশ্চিত হয়ে বিক্রেতাকে অ্যাডেপ্টার সরবরাহ করতে হবে।

 ল্যাপটপের পাওয়ার জ্যাক বা পোর্টের সাইজ ও আকৃতির ওপর ভিওি করে ডিসি আউটপুট ক্যাবলের কানেকটর বা টিপ বিভিন্ন মাপের, ডিজাইনের ও প্রকারের বিধায় ক্রেতাকে তার ল্যাপটপের পাওয়ার জ্যাক বা পোর্টের সাইজ ও আকৃতি অনুযায়ী সিমিলার ডিসি আউটপুট ক্যাবলের কানেকটর বা টিপের পাওয়ার অ্যাডেপ্টার সংগ্রহ করতে হবে, যাতে মসৃণভাবে পাওয়ার জ্যাক বা পোর্টে প্রবেশ করতে পারে। পাওয়ার অ্যাডেপ্টারের ডিসি আউটপুট ক্যাবলের কানেকটর বা টিপের ডায়াগ্রাম সাধারণত মিলিমিটার দ্বারা পরিমাপ করা হয়ে থাকে। ফলে বিক্রেতাকে অবশ্যই ক্রেতার চাহিদামাফিক সঠিক ম্যাজারমেন্টের ডিসি কানেকটরের পাওয়ার অ্যাডেপ্টার প্রাপ্তিতে সহায়তা করা উচিত।
( চলবে )

আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন

Email: freelancingbd2001@gmail.com 

Mobile: 01941099667


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন