মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

ধাপে প্রথমে আপনাকে fiverr.com মাধ্যামে আপনি আউটসোসিং কাজ পেতে কি ভাবে শুরু করবেন তা দেখে নিন


 সাইটটিতে প্রবেশ করে আপনার ইউজারনেম, ই-মেইল ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ কিংবা রেজিস্ট্রেশন করতে হবে। ফিভারে রেজিস্ট্রেশন কিংবা সাইন আপের জন্য আপনাকে কোনো প্রকার মূল্যই পরিশোধ করতে হবে না। সাইন আপ করার জন্য জয়েন বাটনে ক্লিক করে কাজ শুরু করা যাবে। সাইন আপ করার পরপরই আপনি সাইন ইন করতে পারবেন।

ধাপ ২: এ ধাপে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি ফিভারে কোন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে আগ্রহী।
সিদ্ধান্ত নেওয়ার পর আপনি স্টার্ট সেলিংয়ে ক্লিক করে বিকাম এ সেলার বাটনে ক্লিক করার পর পার্টটাইম না ফুল টাইম কাজ করতে চান তা নির্ধারণ করুন, সপ্তাহে কত দিন কাজ করতে চান এবং মাসে কত উপার্জন করতে চান তা উল্লেখ করুন। সে সঙ্গে নিজে যে হিসাবে ফিভারে কাজ করতে চান, সে ক্ষেত্রে কোনো স্কিল কিংবা দক্ষতা ও অ্যাকাডেমিক শিক্ষা থাকলে তা উল্লেখ করুন। এভাবে প্রোফাইলটি মজবুত করুন। সবশেষে কনটিনিউ এবং ক্রিয়েট ইউর ফাস্ট গিগ বাটনে ক্লিক করুন এবং গিগ তৈরি করুন।

ধাপ ৩: ফিভারে সাইন ইন করা এবং প্রোফাইলের কাজ সম্পূর্ণ করার পর কোনো সার্ভিস অফার করাকে গিগ বলা হয়। অন্যথায় বলা যায় আপনি ফিভারে যে সার্ভিস দেবেন তাই গিগ। আসলে গিগ শুরু হয় ৫ ডলার থেকে। এ ক্ষেত্রে গিগের বিভিন্ন প্যাকেজ এবং বিভিন্ন মূল্য বুঝে আপনি গিগ তৈরি করতে পারবেন। একটি গিগ তৈরির মাধ্যমে আপনি বায়ারের কাছে আপনার মেধা এবং আপনার সঙ্গে কাজ করতে বায়ারকে উৎসাহিত করার জন্য যত সব তথ্য দেওয়া দরকার তা উপস্থাপন করার সুযোগ পাবেন। অন্যদিকে ফিভারে নিজের উপার্জিত টাকা দিয়েও গিগ কিনে নেওয়া সম্ভব। ফিভারে গিগ কেনাটা হচ্ছে নিজের উপার্জিত টাকাকে বিনিয়োগ করে নিজের ব্যবসার পরিধি বৃদ্ধি করার একটি স্মার্ট উপায়। আপনার উপার্জিত টাকা ফিভারে অ্যাকাউন্টে যদি ৫ ডলারও হয় তবে সে টাকা দিয়েই ৫ ডলারের গিগ ক্রয় করতে পারবেন। এভাবে নিজের উপার্জিত টাকা দিয়ে একাধিক গিগ ক্রয় করতে পারবেন।
ধরুন, আপনি গ্রাফিক ডিজাইনার, প্রোগ্রামার, মার্কেটার, গায়ক, ভিডিও এডিটর, রাইটার-এসবের কিছুই না। তবু ফিভারে গিগ কিনে উপার্জন করার সুযোগ পাবেন। আপনি ৫/৭টা গিগ কিনতে পারেন এবং সেগুলো একত্র করে বিক্রি করতেও পারেন। যমন- কোনো একটি টিউটোরিয়াল খেলেন ৫ ডলারে বিক্রি হচ্ছে। আপনি আপনার গিগে একসঙ্গে এ রকম ৩/৪টি গিগ অফার করতে পারেন। ফলে ৫ ডলারে গ্রাহক আরও বেশি টিউটোরিয়াল পাবে। তবে এসব কাজ না করাই শ্রেয়। আপনি কোনো একটি কাজ শিখে নিন। সেটাই ভালো। অনেকেই আছেন যারা শুধু হেপি বার্থ ডে, মার্কা ডায়ালগ দিয়ে হাজার হাজার ডলার আয় করছেন। আপনিও এ রকম একটি গিগ দিতে সমস্যা কী?

আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন

Email: freelancingbd2001@gmail.com 

Mobile: 01941099667



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন