সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

কথা বললেই লেখা হবে জেনে নিন মোঃসুমন মিয়া , আইসিটি বিশেষজ্ঞ এস.এস.আইসিটির (পরিচালক )


কথা বললেই লেখা হবে জেনে নিন মোঃ দেলোয়ার  হোসেন ,আইসিটি বিশেষজ্ঞ  টপ.আইটির  (পরিচালক)

একদিকে কথা বলছেন আর অন্যদিকে মোবাইলে লেখা হয়ে যাবে সেসব কথা, তাহলে বিষয়টা কেমন হয়? শ্রেণিকক্ষে শিক্ষকের লেকচার কিংবা সাক্ষাৎকার যদি তৎক্ষণাৎই লেখা হয়ে যায় এক নিমেষে, তাহলে তো কথাই নেই। এখনই এক অ্যাপ হচ্ছে অটার ভয়েস নোটস,। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভয়েস রেকর্ড এবং ওই ভয়েসকে ভার্চুয়াল নোটে রূপান্তর করার কাজ করে থাকে অ্যাপটি। অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর, শুধু একটি ফ্রি-আইডি তৈরি করে নিতে হয় ব্যবহারকারীকে। ওই ফ্রি আইডি দিয়ে ৬০০ মিনিট পর্যন্ত ভয়েস রেকর্ডের এবং ভার্চুয়াল নোট তৈরির সুবিধা পাওয়া যাবে। তবে চাইলে টাকার বিনিময়ে প্রমিয়াম সেবা নিয়ে ছয় হাজার মিনিট পর্যন্তও রেকর্ড করা সম্ভব অ্যাপটির মাধ্যমে। ফ্রি আইডির মাধ্যমে অ্যাপটিতে প্রবেশ করার পর মোবাইলের স্ক্রিনের ডান দিনে একটি মাইক্রোফোনের চিহ চোখে পড়বে। ওই চিহটিতে ট্যাপ করা মাত্রই ভয়েস রেকর্ডিংয়ের কাজ শুরু করে দেয় অ্যাপটি। এ সময় যে শুধু ভয়েস রেকর্ড হয়, তা নয়। ভয়েসের পাশাপাশি স্ক্রিনে ভেসে উঠতে থাকে লেখাও। রেকর্ডিং শেষ হলে পুরো কথাবার্তাই লিখিত আকারে সেভ হয়ে যায়। এমনকি ফাইলের নামও নিজে থেকেই ঠিক করতে পারে অটার। অ্যাপটিকে স্মার্টফোনের ক্যালেন্ডারের সঙ্গে সিংক করে নিলে, ঠিক কখন কোন মিটিং বা অনুষ্ঠানের ভয়েস রেকর্ড করা হচ্ছে, তা ক্যালেন্ডারের পূর্বনির্ধারিত তারিখ ও সময় দেখে বুঝতে পারে অ্যাপটি এবং সে অনুযায়ী ফাইলের নামও ঠিক করে থাকে। তবে ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় সেবা দিতে পারে না অটার ভয়েস নোটস। তার পরেও বলা যায়-শিক্ষার্থী, শিক্ষক ও কর্মজীবীদের প্রায় সবারই বেশ কাজে লাগাতে পারে এই অ্যাপ।
ডাউনলোড লিংক

 আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন

Email: freelancingbd2001@gmail.com 

Mobile: 01941099667



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন