মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

হার্ডওয়্যার ও সফটওয়্যার কী ?

(What is Hardware And Software)
*হার্ডওয়্যার (Hardware): যেসব উপাদান সমন্বয়ে কমপিউটার তৈরি এবং যেগুলো ধরাছোঁয়া বা স্পর্শ করা যায় অর্থাৎ কমপিউটার এর Physical comphonents
(যন্ত্রাংশসমূহ) যেসব উপাদানকেই হার্ডওয়্যার (Hardware) বলে। মোট কথা, কমপিউটারের কাজের সঙ্গে Related me Internal ও External যন্ত্রাংশসমূহকে হার্ডওয়্যার বোঝায়।
*সফটওয়্যার (Software): কমপিউটারের সঙ্গে Related me Internal ও External Device সমূহকে Electric Signal এর মাধ্যমে যে আদেশ-নির্দেশ দেওয়া হয়, সেগুলোকে সম্নিলিতভাবে সফটওয়্যার (Software) বলে। সংকীর্ণ অর্থে সফটওয়্যার (Software) এর বিকল্প নাম প্রোগ্রাম (Programme)।

Hardware সমৃদ্ধ কোনো কমপিউটারে যদি Software রান না করানো হয় বা করানো না যায়, তাহলে উক্ত কম্পিউটারকে কেবল লোহার বাক্সই বলা চলে। তাই দেখা যায়, প্রোগ্রামই কমপিউটারের প্রশংসার ধারক ও বাহক। আর ব্যাপক অর্থে কতিপয় প্রোগ্রামের সমষ্টিই হলো Software. সময়ের চাহিদা মেটাতে সফটওয়্যার Modify করা যায়।

*প্রোগ্রাম ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য
নির্দিষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে কমপিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে।
*সফটওয়্যারের শ্রেণিবিভাগ
সফটওয়্যার প্রধানত দুই শ্রেণিতে বিভক্ত। যথা:
*সিস্টেম সফটওয়্যার।

*অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
*সিস্টেম সফটওয়্যার
কমপিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারকে কার্যকর করার নিমিওে ব্যবহত সাহায্যকারী প্রোগ্রামসমূহকে সিস্টেম সফটওয়্যার বলে। সিস্টেম সফটওয়্যারের সাহায্যে কমপিউটারের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ, তত্বাবধান ও পরিচালনা করা যায়। সিস্টেম সফটওয়্যার কমপিউটার ও কমপিউটার ব্যবহারকারীর সঙ্গে সম্পর্ক রক্ষা করে। সিস্টেম সফটওয়্যারের হার্ডওয়্যার ও সফটওয়্যার ক্রটি নিরসন ইত্যাদি কাজ করে থাকে।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন

Email: freelancingbd2001@gmail.com 

Mobile: 01941099667

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন