মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

উইন্ডোজ টেন-এ কম্পিউটারকে ভয়েস কমান্ডের সাহায্যে কাজ করানোর নিয়ম ! (কর্টানা)

জেনে নিন মোঃসুমন মিয়া , আইসিটি বিশেষজ্ঞ এস.এস.আইসিটির (পরিচালক )
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন , আজ আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ টেন এ কর্টানা কে অন করবেন এবং ভয়েস কমান্ডের সাহায্যে কাজ করাবেন । আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না উইন্ডোজ টেন এর একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে যার নাম কর্টানা ।  উইন্ডোজ টেন এর বিভিন্ন সুবিধার মধ্যে এটি একটি দারূন সুবিধা যে আপনার কম্পিউটার কে আপনি ভয়েস কমান্ডের সাহায্যে কাজ করাতেন পারবেন । কর্টানা উইন্ডোজ টেন এর আসলেই একটি চমৎকার ফিচার আমরা যারা গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি তারা জানি ডিভাইস কে ভয়েস কমান্ডের সাহায্যে চালনা করা কতই মজার ও কাজ সহজ করে দেয় । আমি নিচে দেখিয়ে দিব কিভাবে উইন্ডোজ টেন এর পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট কর্টানা কে অ্যাক্টিভ করবেন এবং সাথে কিছু কমান্ড শিখে দিব যেটি প্রয়োগ করে কাজ করিয়ে নিতে পারেন ।
উইন্ডোজ টেন এর পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট কর্টানা কে অ্যাক্টিভ করার নিয়ম ? 
১ । প্রথমে সেটিং এ যান
২।  তারপর Cortana — তে যান
৩। এখানে নিচের স্কিনশট এর মতো করে অপশন টি অন করে দিন ।
বিঃদ্রঃ কর্টানা কে অ্যাক্টিভ করলেই হবে না এর জন্য প্রয়োজন হবে ইন্টারনেট , কর্টানা এর সাথে কথা বলতে কাজ করে নিতে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে । আরেক টি জিনিস লাগবে সেটা হলো মাইক্রোফোন যদি আপনার ডেস্ক কম্পিউটার হয় আর যদি ল্যাপ্টপ হয় তাহলে লাগবে না কারণ এর সাথে মাইক্রোফোন থাকেই ।
কর্টানার কিছু প্রয়োজনীয় কমান্ডঃ
১। কর্টানাকে কমান্ড দিতেঃ  কর্টানা কে কোন কমান্ড বা কাজ দিতে হলে আগে তাকে ডাকতে হবে এবং তাকে ডাকা বা অ্যাক্টিভ করার জন্য ” Hey Cortana ” বলতে হবে । আপনি যতবার কর্টানা কে ভয়েস কমান্ডের সাহায্যে কাজ করাতে চাইবেন তত ই ডাকতে হবে অথাব Windows logo Key+C চাপলে কর্টানা আপনাকে সেবা দিতে রেডি ।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন
01614660108/01511120919
Email: onlineworkshope@gmail.com
Dhanmondi .Dhaka


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন